ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
জামালপুর পৌর এলাকায় রাস্তার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু
এ,এস,পলাশ,জামালপুর-

জামালপুর শহরের ৬ নং ওয়ার্ডের বাইপাস থেকে বন্দেরবাড়ি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ০৩ আগষ্ট) দুপুরে এ রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছনোয়ার হোসেন ছানু।

এসময় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই সড়কে পৌর এলাকার যানবাহন যাতায়াত করে। তাই এই সড়কটির কাজ দ্রত সম্পন্ন করণের মাধ্যমে পৌর এলাকার জনগণের দুর্ভোগের চিত্র পরিবর্তন করা হবে ।

এছাড়াও পৌর মেয়র সড়কটি টেকসই করার লক্ষ্যে ও জনগনের চলাচলের সুবিধার জন্য সড়কটির সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে  জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, জামালপুর পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

x