ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
ঈশ্বরদী পৌরসভায় ১৫ জন শারিরীক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান
মোঃ জাহিদুল ইসলাম নিক্কন
মুজিববর্ষ উপলক্ষে পাবনা ঈশ্বরদী পৌরসভা ১৫ জন শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে । সােমবার ( ২ আগষ্ট ) সকালে পৌরসভা চত্বরে আয়ােজিত শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ ( ঈশ্বরদী – আটঘরিয়া ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযােদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।
পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস , পৌরসভার সচিব জহুরুল হক , প্যানেল মেয়র আবুল হাসেম , প্রকৌশলী আব্দুল আওয়াল , কাউন্সিলর , মহিলা কাউন্সিলরবৃন্দ , কর্মচারী – কর্মকর্তা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বজনরাও উপস্থিত ছিলেন ।
এসময় হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীদের স্বজনরা আনন্দের অভিব্যাক্তি প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
x