ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন যশোর থেকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচি পালন করেছে যশোর জেলা আওয়ামী লীগ, সদর, শহর আওয়ামী লীগ, যশোর পৌরসভা, সদর উপজেলা পরিষদ। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ ও বৃক্ষরোপণ  কর্মসূচি পালন ।

সকালে যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, মেহেদী হাসান মিন্টু, এএসএম হুমায়ুন কবীর কবু, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, দফতর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, উপদফতর সম্পাদক ওহিদুল ইসলাম,  ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপপ্রচার সম্পাদক লুৎফুর কবীর বিজু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এমএ বাশার, সদস্য এসএম কামাল, এহসানুর রহমান লিটু, আসাদুজ্জামান মিঠুসহ নেতৃবৃন্দ। এমপি নাবিল আহমেদের পক্ষে পৌরসভার পক্ষ থেকে মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ,  সদর উপজেলার পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এরপর যশোর কালেক্টরেট পুকুর প্রাঙ্গনে বৃক্ষরোপন করেছে যশোর সদর ও পৌর আওয়ামী লীগের যৌথ নেতৃবৃন্দ। করোনা সংক্রমনের বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক লিটু, গোলাম মোস্তাফা,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়ামী লীগনেতা তালেব হোসেন,  শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, সদস্য রবিউল ইসলাম রবি, আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য আলী হোসেন নয়নসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

x