জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ মাস আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের এক কলঙ্কিত ঘটনার জন্ম দেয় বিপথগামী কিছু সেনা সদস্য। শোকের এই মাসটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে পাবনা জেলা ছাত্রলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর নেতৃত্বে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় পাবনা জেলা ছাত্রলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ সহ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা, শহীদ বুলবুল সরকারি কলেজ শাখা পাবনা, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।