ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
বোয়ালমারীতে বিদ্যালয় প্রাঙ্গনে পাট আর পাটকাঠির স্তুপ
টুটুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে শুকানোর জন্য রাখা হয়েছে পাটকাঠি। আর দেশের সূর্য সন্তান ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের বেদিতে শুকানোর জন্য রাখা হয়েছে পাট। মাঠের এক কোনায় নসিমন, অটো ভ্যানও স্থান পেয়েছে গাড়ি রাখার নিরাপদ জায়গা হিসেবে। চিত্রটি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে অবস্থিত হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয় লোকেরা তাদের পাট শুকানোর জন্য ওই বিদ্যালয়ের মাঠ, শহীদ মিনা এবং স্কুলের বারান্দাকে বেছে নিয়েছেন। বিদ্যালয়ের মাঠে পাটকাঠি এবং ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পাট শুকানোর জন্য স্তুপ করে রাখা রয়েছে- যা ভাষা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল। এছাড়া বিদ্যালয়ের মাঠের এক কোনায় স্থানীয়দের একটি অটোভ্যান, একটি নসিমনও রাখা রয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং নৈশ প্রহরীর উদাসীনতা ও যোগসাজশে বিদ্যালয়ের মাঠ স্থানীয়রা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর হোসেন সেলিম জানান, স্থানীয় লোকজন প্রভাবশালী হওয়ায় প্রতি বছরই বিদ্যালয়ের মাঠে পাট এবং পাটকাঠি শুকাতে দেয়। আমি জানার পরই সেসব সরিয়ে নিতে বলেছি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ মো. আব্দুল হক বলেন, বিষয়টি জানার পর যারা বিদ্যালয়ের মাঠে মালামাল রেখেছিল তাদের ওই সব মালামাল সরিয়ে নেয়ার জন্য বলেছি।

5 responses to “বোয়ালমারীতে বিদ্যালয় প্রাঙ্গনে পাট আর পাটকাঠির স্তুপ”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/42068 […]

  2. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/42068 […]

  3. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/42068 […]

  4. Dan Helmer says:

    … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/42068 […]

  5. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/42068 […]

Leave a Reply

Your email address will not be published.

x