ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
কঠোর লকডাউন যতদিন শিল্প-কারখানা বন্ধ থাকবে ততদিন: শিল্প প্রতিমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশে যতদিন ‘লকডাউন’ আছে ততদিন কোনো শিল্প-কারখানা খোলা হবে না। কারণ জীবিকার চেয়ে জীবন আগে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় নিজ ফার্মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আগে মানুষের জীবন তার পরে জীবিকা, তাই লকডাউনে কোনো শিল্প কারখানা খোলা হবে না।

এসময় তিনি কোরবানির চামড়া বাজারজাত করা নিয়ে বলেন, কোরবানির চামড়া কোনোভাবে কেউ যেন ভারতে পাচার করতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারী করেছে সীমান্ত এলাকায়। এছাড়া এবার চামড়া শিল্পে কোনো অস্থিরতা নেই চামড়া ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে। চামড়া কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত।

x