ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
কঠোর লকডাউনের সময়সীমা আবারও বাড়ানোর পরামর্শ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের সময়সীমা আবারও বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কঠোর লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, ‘সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তো আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি।’

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘যদি রোগীর উৎপাদনস্থল চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সংক্রমণ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে হাসপাতালেও জায়গা দেয়া সম্ভব হবে না। এটাও একটা সীমাবদ্ধতা।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহার পরে ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় দেশজুড়ে কঠোর লকডাউন। কঠোর এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত।

এসময় বন্ধ থাকছে গণপরিবহন, শিল্পকারখান, দোকানপাট। মানুষের অযাচিত চলাচল ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে পড়তে হচ্ছে পুলিশি তল্লাশির মুখে। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী।

4 responses to “কঠোর লকডাউনের সময়সীমা আবারও বাড়ানোর পরামর্শ”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/41732 […]

  2. … [Trackback]

    […] There you can find 28727 more Info on that Topic: doinikdak.com/news/41732 […]

  3. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/41732 […]

Leave a Reply

Your email address will not be published.

x