ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে মৃতদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকার মহাসড়ক সংলগ্ন ডোবায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ওই বৃদ্ধার নাম বির্জিনিয়া কস্তা। সে উপজেলার মাঝগাঁও বাহিমালী পূর্বপাড়া এলাকার মৃত বায়েন জোসেফের স্ত্রী।

নিহতের ভাতিজা পন্কজ কস্তা জানান, বির্জিনিয়া কস্তা দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করছিলো। গত রবিবার সকাল থেকে তিনি আকস্মিক নিখোঁজ হন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

x