ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
পাইকগাছায় অর্ধগলিত বস্তাব‌ন্দী লাশ উদ্ধার   
 মোঃ মনিরুল ইসলাম  পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় অর্ধগলিত বস্তাব‌ন্দী লাশ উদ্ধার

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ ন‌দে অজ্ঞাত ব্য‌ক্তির অর্ধগ‌লিত বস্তাব‌ন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার হ‌রিঢালী ইউ‌নিয়নের রামনাথপুর এলাকায় এঘটনা ঘটেছে। ঘটনা সত্যতা স্বীকার করেছেন পাইকগাছায় থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ এজাজ শ‌ফি। ঘটনাস্থ‌লে পৌ‌ছি‌য়ে‌ছেন তিনি।

তিনি বলেন, কপোতাক্ষ নদে হরিনা চিংড়ী পোনা ধরতে যেয়ে কয়েকজন বস্তাবন্দী লাশটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিচয় জানা যায়নি। ২০ থেকে ২২ বছর বয়সী যুবক হতে পারে বলে উল্লেখ করে লাশটি সিআইডি দায়িত্ব নিয়েছেন বলে জানান ওসি এজাজ শফী।

x