পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়ে ঈদগাঁও বাজার। অসংখ্য দোকানপাঠে পানিবন্ধি হয়ে পড়েছে। বাঁধ দিয়ে পানি রক্ষার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।
২৭শে জুলাই সকাল থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়েন দক্ষিন চট্রলার বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান সড়কসহ অলিগলি। ব্যবসায়ী দের দূর্ভোগ যেন চোখে পড়ার মত। লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।
পরিদর্শনকালে দেখা যায়, ঈদগাঁও ভূমি অফিস, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্লাবিত হয়।
হাঁটু পরিমান পানি পেরিয়ে লোকজন চলাচল করছে বহু কষ্টের বিনিময়ে
আরো দেখা যায়,ঈদগাঁও বাজারের কাঁচাবাজার হাসপাতাল সড়ক,তেলীপাড়া,চাউল বাজার, কাপড় গলি,মাছ বাজারসহ স্বর্ণ পল্লীর গলিতে হাটু পরিমান পানিতে সয়লাভ। বহু ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে বাড়ীমুখী হচ্ছে।