ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
ঘাসফুল এসইপি প্রকল্পের রপ্তানিযোগ্য আম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ
তোফায়েল আহমেদ, সাপাহার (নওগাঁ

নওগাঁর সাপাহার ও নিয়ামতপুর ঘাসফুল এসইপি প্রকল্পের নিরাপদ অর্গানিক আম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৫জুলাই) প্রকল্পের কর্মকর্তা কুদরতে খোদা মো: নাসের এর সাথে কথা হলে তিনি জানান, উপজেলা কৃষি অফিসের সহায়তায় গত ১১ ই জুলাই হতে বিভিন্ন ধাপে ঘাসফুল এসইপি প্রকল্প কৃষি উদ্যোক্তা জিয়াউর রহমানের বাগান থেকে নিরাপদ অর্গানিক রপ্তানিযোগ্য আম প্রথম চালান হিসেবে প্রায় দেড়টন এবং সর্বমোট ছয় টন আম নর্থ-বেঙ্গল এগ্রো ফার্মস লিঃ এর সহায়তায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন।

তিনি আরো জানান, এতে করে এলাকার কৃষক আম চাষে উদ্বোদ্ধ এবং বেশি লাভবান হচ্ছেন।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্প বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথ অর্থায়নে সারাদেশ ব্যাপী পরিচালিত একটি প্রকল্প।

ঘাসফুল এই প্রকল্পের উপ-প্রকল্প প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিষমুক্ত আম উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন পিকেএসএফের সহায়তায় নওগাঁ জেলার দুই উপজেলা সাপাহার ও নিয়ামতপুরে বাস্তবায়ন করছে।

x