ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় পুলিশের চেকপোস্টে গাজাসহ এক যুবক আটক
গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় পুলিশের চেকপোস্টে গাজাসহ আব্দুল আহাদ (২১) নামের এক যুবক কে আটক করেছে থানা পুলিশ।
রবিবার বেলা ২ টার সময় ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করেন।আটককৃত যুবক চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার মধ্যবাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
চলমান চেকপোষ্টে ওসি শাহিনুর রহমান উপস্থিত  থেকে গাজাসহ তার ব্যবহ্ত মটরসাইকেলসহ তাকে  আটক করেন।
আটকৃত যুবক সতিহাট এলাকা থেকে গাজা নিয়ে মটর সাইকেলযোগে তার শশুর বাড়ী উপজেলার বেলালদহ গ্রামে যাওয়ার  পথে তাকে  ফেরিঘাট নামক স্থানে তাকে আটক করেন।
x