ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
নওগাঁর মান্দায় কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন
গোলাম রাব্বানী, মান্দা উপজেলা

নওগাঁ জেলার মান্দা উপজেলায় সরকারি নির্দেশনার কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন।

পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, প্রচার-প্রচারণাসহ ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে   আদায় করা হয়েছে জরিমানা।

ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, গতকাল শুক্রবার কঠোর লকডাউনের প্রথমদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতামুলক প্ররারণা চালানো হয়।

এ সময় সরকারী নির্দেশনা অমান‍্য করার দায়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে ১৭ মামলায় ৬৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসিল‍্যান্ড আরো বলেন, আজ শনিবার উপজেলার প্রসাদপুর, ফেরিঘাট, সতিহাট, ভোলাবাজার, জলছত্র, দেলুয়াবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম‍্যমান আদালতের অভিযানে ৭ মামলায় ১৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সচেতনতামুলক প্রচার-প্রচারণাসহ পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে মাস্ক।

অন‍্যদিকে নবাগত ইউএনও আবু বাক্কার সিদ্দিক ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x