ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৃথক পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। এতে উপজেলার উমার ইউনিয়নের উমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৫৯) বাড়ীর উত্তর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

এছাড়া একই সময় ধামইরহাট ইউনিয়নের আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) তার নিজ জমিতে কৃষি কাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেন এর মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x