মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :মায়ের অসুস্থ্যতার খবরে বাড়ি ফেরা হলনা খুলনার পাইকগাছায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের সহকারী মোঃ আব্দুস সালাম এর। সড়ক দূর্ঘটনায় রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুরের কুল্লাহ গ্রামের আলী কদরের ছেলে পাইকগাছা উপজেলা পিআইও অফিস সূত্র জানায়, হত ২৫ জুন মায়ের অসুস্থ্যতার খবর পেয়ে আব্দুস সালাম নিজ কর্মস্থল পাইকগাছা থেকে মটরসাইকেল যোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সন্ধ্যা নাগাদ তিনি যশোর সদরে পৌছালে দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকার পপুলার হাসপাতাল ও পরে ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তার অকাল মৃত্যুতে অফিস গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম,খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ কর্মকর্তা-কর্মচারীরা।