ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
আত্রাইয়ে নয়াগিন্ত পত্রিকার সাংবাদিকের পিতার ইন্তেকাল
রুহুল আমিন আত্রাই, নওগাঁ

দৈনিক নয়াগিন্ত পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি প্রভাষক রুহুল আমিনের পিতা আলহাজ আব্দুস সোবহান ওরফে সৈয়দ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বার্ধক্যজনিত কারনে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামে তার নিজ বাসভবনের তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতœীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় বিপ্রবোয়ালিয়া ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সাংবাদিকের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক করতোয়া আত্রাই প্রতিনিধি মুজাহিদ খান, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক, যায়যায়দিন প্রতিনিধি ওমর ফারুকসহ স্থানীয় সাংবাদিকরা।

x