ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
ফেনীতে দুই শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, পরিবহন শ্রমিকদের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে, সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল,লকডাউনে আপনারা কর্মহীন হয়ে পড়েছেন,আমরা আপনাদের পাশে আছি। তিনি করোনকালীন সময়ে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি  করোনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সবাইকে অনুৃরোধ জানান।

শহরের মিজান ময়দানে আজ ফেনী জেলা ট্রাক,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২ শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে এান ও দূর্যোগ মন্ত্রনালয়ের হতে প্রাপ্ত ঈদ উপহার বিতরনকালে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা,জেলা এান ও পূনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রহুল আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম,জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ।

ঈদ উপহারের প্রতিটি ছিলো ৫ কেজি চাউল, ডাল ১ কেজি ১ লিটার তৈল,১ কেজি চিনি,১ কেজি লবন,২ প্যাকেট সেমাই।

One response to “ফেনীতে দুই শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার”

  1. … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/34432 […]

Leave a Reply

Your email address will not be published.

x