নওগাঁর সাপাহার সীমান্তে ৮ জন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে সোমবার (৬ জুলাই) মধ্যরাতে বিজিবির হাতে আটক হন।
বিজিবির বরাতে জানা যায় কয়েক মাস আগে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আট বাংলাদেশি কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পরবর্তী সময়ে ভারতে করোনা মহামারী প্রকোপ আকার ধারণ করলে ভারতের প্রশাসন কড়াকড়ি অবস্থানে এই বাংলাদেশিরা ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন। এসময় দমদম সেন্ট্রাল জেলে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করা হয়।
সাজা শেষে গতকাল সোমবার তাদের ছেড়ে দেয়া হলে ভারতীয় বিএসএফ রাতের আঁধারে তাদের ভারতের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়।
এসময় নওগাঁ ব্যাটিলিয়ন ১৬ বিজিবির হাপানিয়ার ক্যাম্পের জোয়ানরা টহলরত অবস্থায় তাদের দেখতে পেয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেন।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার জহুর আলী গাজী (৩৭) ও তার স্ত্রী সালমা পারভীন (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের শরিফুল ইসলাম (২৭), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রীফলকাটি গ্রামের আবু হাসান (৩২) তার স্ত্রী নুরনাহার বেগম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের সোনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার সাদিয়া খন্দকার ইভা (২৪) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নওদাপাড়া গ্রামের পপি আক্তার (২১)।
এ বিষয়ে নওগাঁ ব্যাটিলিয়ন ১৬ বিজিবির হাপানিয়ার ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আমরা টহলরত অবস্থায় নদীর পানিতে সাঁতার কাটার শব্দ পেলে নদীর কাছে আমাদের জোয়ানরা তাদের গতিরোধ করে আটক করে এবং রাতের আধারে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে সাপাহার থানায় সোপর্দ করি।
এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদের সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাই ১৪ দিন কোয়ারান্টাইনে রেখে তাদের বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল এন্ট্রি এক্ট ৪ ধারায় মামলা দিয়ে জেলা হাজতে প্ররণ করা হবে।