ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
পাইকগাছায় করোনা বিপর্যয়ে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক এর উদ্ভোধন
তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা)

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজম্ব অর্থায়নে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্ভোধন করেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন সাধু এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহারিয়ার হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (অপারেশন) স্বপন রায়, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ অনিছুর রহমার মুক্ত, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রেজায়েত আলী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা কমিটির সভাপতি দাউদ শরিফ, যুবলীগনেতা এম এম আজিজুল হাকিম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনিসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।। সংসদ সদস্য বাবু প্রথম পর্যায়ে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করেছেন। তবে অক্সিজেন সিলিন্ডার লাগলে আরো দেওয়া হবে বলে জানিয়েছেন এমপি বাবু

x