ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
মহাদেবপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ)

নওগাঁর মহাদেবপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ জুলাই সোমবার বিকেল ৪টায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। এসময় লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৪০০ জন সিএনজি চালক, অটোরিক্সা চালক, ক্ষুদ্র চা বিক্রেতা, হোটেল শ্রমিক, ও দোকান কর্মচারীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেট ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১টি সাবান ও ৫ কেজি আম দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। উপসহকারী কৃষি কর্মকর্তা তৌফিক আল যোবায়ের, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী ও সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।

One response to “মহাদেবপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/32815 […]

Leave a Reply

Your email address will not be published.

x