উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং কয়েক দিনের অতি বৃষ্টিতে বেড়েই চলেছে নওগাঁর কয়েকটি নদ নদীর পানি।
রোববার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ছোট যমুনার ব্রীজ পয়েন্টে পানি বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, গেল কয়েকদিনের অতি বৃষ্টির ফলে জেলার ছোট বড় সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে, ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ১.২৪ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি বিপদসীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি লিটন ব্রীজ পয়েন্টে বেড়ে ১৪.২০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি বেড়ে ১৭.৭২ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।
এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার বেশ কয়েকটি বাঁধ হুমকীর সন্মুখীন ও নিম্নঅঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা করছেন বলেও জানান তিনি।