পাইকগাছায় সর্বাত্বক লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি সেনাবাহিনী প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন এলাকায় টহল দিচ্ছে। তারা রোববার পৌর সদর সহ বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হকের নেতৃত্বে সেনা অভিযান পরিচালনা করা হয়।
যশোর সেনানিবাসের ১৬ সদস্যের সেনা টিমের নেতৃত্ব দেন ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন ও সার্জেন্ট আরিফ হোসেন। এদিকে সেনা অভিযান চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েকজনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার।