করোনা অর্থ বছরে মোংলা বন্দরে ৯৭০টি জাহাজ আগমনের সর্বোচ্চ রেকর্ড, চলতি অর্থ বছরে লক্ষমাত্রা ধরা হয়েছে হাজারেরও বেশি জাহাজের
মোংলা বন্দরে ৯৭০টি বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমনে করোনার ২০২০ইং-২০২১ইং অর্থ বছরে বন্দর সৃষ্টির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে। এ অর্থ বছরে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা, ব্যয় হয়েছে ২১০ কোটি টাকা। নীট মুনাফা হয়েছে ১৩০ কোটি টাকা। রবিবার সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী অর্থ বছরে ৩৬০ কোটি টাকা আয়, জাহাজ আগমন ১ হাজারের উর্ধে, নীট মুনাফা ১৫০ কোটি টাকার লক্ষমাত্রা ধরা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বন্দর কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
১৯৫০ সালে বৃটিশ বাণিজ্যিক জাহাজ দ্যা সিটি অব লায়ন্স জাহাজ সর্ব প্রথম সুন্দরবনের পশুর নদীর জয়মনিরগোল এলাকায় নোঙ্গর করে। এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার সূচনা। #