ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম করোনা আক্রান্ত। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত বুধবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই নমুনার ফলাফল না আসায় ৩জুলাই শনিবার পুনরায় নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ দিনে দিনে পরীক্ষার রিপোর্ট নিয়ে আসেন।
সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সিহাব উদ্দিন ফেনীর সময়কে জানান, ওসি মোঃ শহিদুল ইসলাম এর করোনা রিপোর্ট পজেটিভ। তবে ওনার শরীরিক অবস্থা ভালো। তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।