ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
নওগাঁয় মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ানের বাবার মৃত্যু
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ানের বাবা সোহরাব হোসেন দেওয়ান (৯৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নানিল্লাহী…রাজিউন)।

শনিবার (৩ জুলাই) ভোর ৫ টায় নওগাঁর মান্দা উপজেলার বড়পই গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মান্দা উপজেলার বিশিষ্ট বীজ ব্যবসায়ী ছিলেন।

শনিবার বাদ আছর বড়পই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ানের বাবার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম সরোয়ার রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারি টিপু, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য আব্দুল মতিন, সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।

x