করোনা সংক্রমণ রোধে তৃতীয় দিনের লকডাউন বাস্তবায়নে মোংলায় বিশেষ অভিযান চালিয়েছেন নৌবাহিনী সদস্যরা। শনিবার দিগরাজ নৌঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকিরের নেতৃত্বে পৌর শহরজুড়ে এ অভিযান চালানো হয়। এ সময় মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন তারা
নৌবাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকির বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন নৌবাহিনী।