ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
সাপাহারে লকডাউনের ২য় দিনে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক ২ টি মোবাইল কোর্টে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকলে বিজিবি কে সাথে নিয়ে খঞ্জনপুর, জবই, চৌমহনী, কড়মুডাংগা, ও দীঘির হাট বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৬ টি মামলায় ১ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এ সময় কর্মহীন ও অসচ্ছল কয়েকটি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অপরদিকে ওই দিন সকাল থেকে দুপুর অব্দি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ অমান্য করার দায়ে মোবাইল কোর্টে ১১ ব্যাক্তি/প্রতিষ্ঠানকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে এদন্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

One response to “সাপাহারে লকডাউনের ২য় দিনে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা”

  1. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/31659 […]

Leave a Reply

Your email address will not be published.

x