ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করায় ব্যবসায়ীসহ চার জনকে জরিমানা
মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে কঠোর লকডাউন আরোপের দ্বিতীয় দিনে সদর উপজেলার বিভিন্ন এলাকা মনিটরিং করেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

শুক্রবার (০২ জুলাই) সদর উপজেলার পৌরসভা, ভূল্লী বাজার, মুন্সীর হাট, দেবীপুরসহ বিভিন্ন বাজার ও এলাকা মনিটরিং করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।

এ সময় সরকারি নির্দেশনা না মেনে কাপড়ের দোকান খুলে ব্যবসা পরিচালনা করায় দুই জন এবং প্রয়োজন ছাড়া অযথা বাড়ি থেকে বের হয়ে বাজারে ঘুরে বেড়ানোর দায়ে চার জন মোট ছয় জন ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার দুই’শ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

x