ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
বালিয়াডাঙ্গীতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গণ পিটিশন দাখিল
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাও জেলার  বালিয়াডাঙ্গী উপজেলায় পর পর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক ব্যক্তির বিরুদ্ধে  বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান বরাবরে গত ১৮ আগস্ট ১শ ৯৭ জনের স্বাক্ষর সহ একটি গণপিটিশন দায়ের করেছে এলাকাবাসী। গণপিটিশনের বিবরণে জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও আমতলা গ্রামের  সামশুজুহা নামের এক ব্যক্তি গ্রামের ও আশ পাশের লোকজনের নামে কোর্টে ও থানায় একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। গত বছর বিজ্ঞ বালিয়াডাঙ্গী সহকারী জজ আদালতে  সাত জনকে আসামী করে ২১/২০২০(অন্য) একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলা মিমাংশা করার জন্য স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিগন বসেন।

কিন্তু মিমাংশাতো হলোই না পক্ষান্তরে ২০২০ সালের ২৭ অক্টোবর আট জনকে আসামী করে সামমুজুহা আবারও বালিয়াডাঙ্গী থানায় আরো একটি মিথ্যা মামলা দায়ের করে। অন্যদিকে চলতি বছরের গত ১৭ আগস্ট সামশুজুহার নিজ আমবাগান খায় খালাসী চুক্তি দিয়ে পরে টাল বাহানা করলে সালিস হয়।সালিশে মিমাংসা হয়নি  উল্টো ৭জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেন।এতে এলাকার সহজ,সরল  সাধারণ খেটে খাওয়া মানুষজন আর্থিক খরচান্ত ও হয়রানীসহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শুধু তাই নয় গণপিটিশনে আরো উল্লেখ করেন যে,সামশুজুহা ও তার পরিবারের লোকজন পুরাতন মসজিদের জায়গা দখল করে পাকা ঘর নির্মান করেছেন।এ বিষয়টির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি ভুক্তভুগিরা।

তাই গ্রামবাসী  সামশুজুহার দায়ের করা এসব মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে উপজেলা চেয়ারম্যান বরাবরে ১শ ৯৭ জনের স্বাক্ষরসহ গণপিটিশন দাখিল করেন। গণপিটিশনের স্বাক্ষরে বিভিন্ন বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিগণ স্বাক্ষর করেন।

7 responses to “বালিয়াডাঙ্গীতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গণ পিটিশন দাখিল”

  1. Thanks for your personal marvelous posting!
    I truly enjoyed reading it, you could be a great author.I will always bookmark
    your blog and may come back from now on. I want to encourage continue your great posts, have a nice day!

  2. Hi there! I realize this is kind of off-topic however I
    needed to ask. Does operating a well-established blog such as yours require a massive amount work?
    I’m brand new to writing a blog but I do write in my diary every day.
    I’d like to start a blog so I will be able to share my personal experience
    and feelings online. Please let me know if you
    have any suggestions or tips for brand new aspiring
    blog owners. Appreciate it!

  3. Aw, this was a really good post. Taking a few minutes and actual effort to generate a top notch article… but what
    can I say… I procrastinate a lot and don’t manage to get nearly anything done.

  4. I have read so many articles regarding the blogger lovers but this piece of writing is in fact a
    good post, keep it up.

  5. Hello, i think that i saw you visited my web site thus i came to “return the favor”.I am attempting to
    find things to enhance my site!I suppose its ok to use a few of your ideas!!

  6. This design is wicked! You certainly know how to keep a reader entertained.
    Between your wit and your videos, I was almost moved
    to start my own blog (well, almost…HaHa!) Great
    job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
    Too cool!

  7. I believe everything said made a great deal of sense.

    However, what about this? what if you typed a catchier
    post title? I am not suggesting your information is not good, however suppose you added something to possibly grab people’s attention? I mean বালিয়াডাঙ্গীতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গণ পিটিশন দাখিল –
    দৈনিক ডাক is a little vanilla. You could glance at Yahoo’s front page and see
    how they create post headlines to grab viewers interested.
    You might try adding a video or a related pic or two to get people interested about what you’ve
    got to say. Just my opinion, it might bring
    your blog a little livelier.

Leave a Reply

Your email address will not be published.

x