ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে পরিচিত মানুষদের দেয়ার অভিযোগে একজন নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ২২ আগস্ট
রোববার বিকালে ঠাকুরগাঁও  জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে ইউপি সদস্যকে  আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আটককৃত রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং তিনি ঐ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে শনিবার (২১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম। ঠাকুরগাঁও জেলার
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ২২ আগস্ট রবিবার দুপুরে ঐ গুচ্ছগ্রামে যাওয়া হয়। সেখানে নারী ইউপি সদস্য রুবি আক্তারের বিরুদ্ধে আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট ও তাদের ঘর দখল করে পরিচিতদের দেয়ার অভিযোগ পাওয়া যায়। এ জন্য ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সদরের চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি। এর মধ্যে আলাদিহাট ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি। আর এসব ঘরে অসহায় মানুষরা বসবাস করছে।

4 responses to “ঠাকুরগাঁওয়ে প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক”

  1. Wow, superb blog layout! How long have you been blogging for?
    you made blogging look easy. The overall look of your website is magnificent, as well as the content!

  2. It’s a pity you don’t have a donate button! I’d most certainly donate to this outstanding blog!
    I guess for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account.
    I look forward to fresh updates and will talk about this blog with
    my Facebook group. Chat soon!

  3. I read this paragraph completely on the topic of the comparison of newest and earlier technologies, it’s amazing article.

  4. At this time it seems like Movable Type is the best blogging platform available right now.

    (from what I’ve read) Is that what you’re using on your
    blog?

Leave a Reply

Your email address will not be published.

x