ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
আত্রাইয়ে কঠোর লকডাউনের প্রথম দিন
রুহুল আমিন আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে কোভিট-১৯ ঠেকাতে কঠোর লকডাউনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার উপজেলার সকল রাস্তায় যানবাহন চলাচল ও সকল দোকানপাট বন্ধ ছিল। লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়নি। এমনিতেই সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল প্রবল বর্ষণ। এরপরও ছিল উপজেলা ও পুলিশ প্রশাসনের জোরদার টহল।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকেই আত্রাই থানা পুলিশকে বিভিন্ন পয়েন্টে নিযুক্ত করা হয়েছে। পুলিশ লকডাউন বাস্তবায়নে সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউএনও ইকতিখারুল ইসরাম বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রত্যেকটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তাদের মনিটরিংয়ের জন্য ইউনিয়ন পর্যায় রয়েছে একটি করে টিম। আমরাও সার্বক্ষণিক মাঠ পর্যায় তদারকি করছি। এ ছাড়াও উপজেলা পর্যায়ে রয়েছে কন্ট্রোল রুম।

x