ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
কাল আসবে সিনোফার্মের ২০ লাখ করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা করোনা ভাইরাসের টিকা আগামীকাল শুক্রবার রাতে ঢাকায় আনা হচ্ছে। প্রথম দফায় ১১ লাখ টিকা ঢাকায় আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ মর্ডানার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওই দিন ভোর পাঁচটার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা পৌঁছাবে। তিনি জানান এই দুই দিনে বাংলাদেশ দুই ধরনের ৪৫ লাখ ডোজ টিকা পেয়ে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন যুক্তরাষ্ট্র মর্ডানার তৈরি ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে দেবে। আর চীনের সিনোফার্ম থেকে কেনা টিকা বাংলাদেশ নিজেদের দায়িত্বে বেইজিং থেকে ঢাকায় আনছে।

x