ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
তৃপ্তি সেন পাইকগাছা  (খুলনা)

খুলনার পাইকগাছায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। এ সময় উপস্থিত ছিলেন, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রæব জ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মিন্টু রায়, ডল্টন রায়, শেখ তোফায়েল আহমেদ তুহিন, এসএম মফিজুর রহমান, ইয়াছিন আলী খান, সাধক ঢালী, দেবদাশ রায়, আবুল কালাম আজাদ, এনামুল হক, অমিকা অধিকারী, উত্তম কুমার কুÐ ও শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৫৪০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক পরিবারকে বিঘা প্রতি রোপা আমন হাইব্রিড চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, রোপা আমন উফশী চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়

x