পাইকগাছায় এবার চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় এক ব্যবসায়ীকে হাতে-নাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
সোমবার বিকালে উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে চিংড়ি ব্যবসায়ী হাফিজুর রহমান তার চাঁদখালী বাজারস্থ রাজিবুল ফিস মৎস্য ডিপোয় চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।