পাইকগাছা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৫৬ কোটি ৯৬ লক্ষ ২৯ হাজার ৮শ’১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ৫৬ কোটি ৯৬ লক্ষ ২৯ হাজার ৮শ’১৬ টাকা আয় এবং ৫৬ কোটি ৬৩ লক্ষ ২৪ হাজার ১শ’৯৪ টাকা ব্যয় ও ৩৩ লক্ষ ৫ হাজার ৬শ’২২ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম এমদাদুল হক, আসমা আহমেদ ও রাফেজা খানম, সচিব লিয়াকত আলী, প্রকৌশলী নূর আহম্মদ, লিটু শেখ, উত্তম কুমার, মৃণাল কান্তি সানা।
… [Trackback]
[…] There you can find 39479 additional Info to that Topic: doinikdak.com/news/30277 […]
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/30277 […]
… [Trackback]
[…] Read More here on that Topic: doinikdak.com/news/30277 […]
… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/30277 […]