ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
পাইকগাছায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আটক
মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা)

পাইকগাছা থানা পুলিশ ফারুক আলী সরদার নামে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ফারুক উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাঈদ আলী সরদারের ছেলে।

ওসি এজাজ শফী জানান, ফারুক ২০১৪ সালের ৫নং মাদক মামলার আসামী। এ মামলায় বিজ্ঞ আদালতে ফারুকের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। দীর্ঘদিন সে পলাতক ছিল। অবশেষে পাইকগাছা থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক ফারুককে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।

x