ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০১:১১ অপরাহ্ন
রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ  বিতরণ
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ সার বিনা মূল্যে  বিতরণ করা হয়েছে।

সোমবার  উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)প্রীতম সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রেস ক্লাব সভাপতি ফারুক আাহাম্মদ সরকার প্রমূখ।

কৃষি সম্প্রসারণের উদ্যোগে এসময় ১৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, ৩৩ শতক(০১ বিঘা) জমির জন্য সরকার বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান করচ্ছেন। এই উন্নত জাতের বীজ শুধু রাণীশংকৈলে হয় যা উপজেলা থেকে জেলার প্রতিটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে।

One response to “রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ  বিতরণ”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] There you can find 14727 additional Information to that Topic: doinikdak.com/news/30210 […]

Leave a Reply

Your email address will not be published.

x