পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনী সদর উপজেলার ধর্মপুরের আলোচিত গৃহবধূ তানজিনা আক্তার হত্যা মামলার আজহার ভুক্ত আসামী শশুর তরব আলী (৬০)কে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার(৫ এপ্রিল) দুপুরে ঘটনার সাড়ে ৩ বছর পর ফেনী সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে। তরব আলী নিহত তানজিনা আক্তারের শ্বশুর।
উল্লেখ্য গত ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুরে গৃহবধূ তানজিনা আক্তারকে শ্বাসরোধ করে গলাটিপে হত্যা করে শশুর বাড়ির লোকজন। পরবর্তীতে নিহতের শশুর, শাশুড়ি ননদসহ ৭ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত তানজিনার মা রাবেয়া বেগম। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
গতকাল মামলার আজহার ভুক্ত আসামী শ্বশুর তরব আলী ফেনী সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে।
Leave a Reply