নওগাঁর সাপাহার প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে কমিটি গঠনের লক্ষে ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২০২১-২০২৩ বর্ষের জন্য দ্বি-বার্ষিক ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি জাহাঙ্গীর আলম মানিক (দৈনিক ভোরের ডাক), সিনিয়র সহ-সভাপতি হাফিজুল হক (দৈনিক আলোকিত সকাল), সাধারন সম্পাদক আব্দুর রহিম (দৈনিক নব চেতনা) যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন (এস টিভি বাংলা), সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা (দৈনিক পরিবর্তন সংবাদ ও দৈনিক উপচার), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (দৈনিক আলোর দিগন্ত), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (সংকল্প ডট কম), প্রচার সম্পাদক নাজমুল হক সনি (দৈনিক ডাক ডট কম), কার্যকরী সদস্য দছির উদ্দীন, নবিবর রহমান, জুয়েল রহমান, জিয়াউর রহমান, মরিয়ম বেগম, শরিফুল ইসলাম ও শাহজাহান হোসেন নির্বাচিত হয়।