বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের অবিসংবাদিত হাদিস বিশারদ আল্লামা ছালিক আহমদ ছাহেব চলে গেলেন মাওলায়ে হাকিকির দরবারে। আল্লাহ তাঁর মায়ার বান্দাকে রহমতের চাদরে মুড়িয়ে জান্নাতের মেহমান করুন।
তিনি ছিলেন একজন সত্যবাদী আলেম। ইলমে হাদিসের নিরলস খাদিম, একজন প্রথিতযশা শিক্ষাবিদ। তিনি সৎপুর দারুল হাদিস টাইটেল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও ভাইস প্রিন্সিপাল ছিলেন। লতিফিয়া কারী সোসাইটির সভাপতি ও দারুল কিরাতের প্রধান কেন্দ্রের পরীক্ষক ছিলেন। একজন সম্মানিত মোবাল্লিগ ও ফুলতলী ছাহেব কিবলাহ রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। এরকম হাজারটি গুণ ও মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ তাঁর মর্যাদাকে আরো বুলন্দ করুন।
এক সপ্তাহ হয়নি হুজুরের সাথে খতমে বুখারির একটি দুআ মাহফিলে ছিলাম। কদমবুসি করলাম। আমার দিকে তাকিয়ে একটি জান্নাতি মুচকি হাসি দিলেন। এখন বুঝলাম সেই হাসিই ছিলো আমার সাথে তার বিদায়ী হাসি। বিভিন্ন মাহফিলে আমি হুজুরের মুখে আসহাবে বদরীনের হাদিস পাঠ শোনেছি। সেদিনের পাঠ ছিলো অত্যন্ত বিনয়াবনত, নরম সুরে, মায়াময় কণ্ঠে। তাঁর মিলাদ ও দোয়া ছিলো মনোমুগ্ধকর। আমরা তো আরো কিছুদিন আছি। হুজুর চলে গেলেন। খতমে বুখারির মজলিসগুলোতে হুজুরের জবান আর শোনা হবে না। রহমান ও রহিম তাঁর উপর মেহেরবানী করুন!
হুজুর একজন সফল মানুষ। যে মাদরাসার ছাত্র, সেই মাদরাসার মুহাদ্দিস ছিলেন। উসতাদগণ কতো বড়ো বিশ্বাস রেখেছেন তাঁর উপর। এটাই জীবনের সবচেয়ে বড়ো চাওয়া–পাওয়া। হুজুরের বাড়ী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামে। এই এলাকার মানুষ এমনিতেই ইসলাম ও আলেমপ্রিয়। ভুরকি থেকে হাজার হাজার হুফফাজ বের হয়েছেন। অনেক আলেমের জন্ম হয়েছে এই মাটিতে। হুজুর ছিলেন এই এলাকার পূর্নিমা চাঁদের মতো। ছিলেন আলো ছড়ানো এক নক্ষত্র। আজ ২৪শে জুন বৃহস্পতিবার সেই নক্ষত্রের আলো থেকে বঞ্চিত হলো সিলেটের মুসলিম জনতা। এই ক্ষতি পূরণ হওয়ার নয়, পূরণ হবেও না!
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার দরবারে সৎপুরী বৃক্ষের প্রতিটি ফুল, ফল ও শাখা–প্রশাখার মকবুলিয়ত কামনা করি। আল্লাহ সবাইকে কবুল করুন! আ-মীন ইয়া রাব্বাল আলামীন।
ফেইসবুক থেকে নেওয়া
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/28941 […]