ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নওগাঁয় কঠোর বিধিনিষেধ বা লকডাউন বাড়ল আরো ৭ দিন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬৮।

এদিকে, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জেলা সদর এবং নিয়ামতপুর উপজেলায় চলমান কঠোর বিধি-নিষেধ আরো সাতদিন বৃদ্ধি করেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে জানান তিনি।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৫৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চারজন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।

x