ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া বীরাঙ্গানা তালিকাভূক্তির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

২২ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পাঠচক্রের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পীরগঞ্জ থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধুর মুর‌্যালে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর মুর‌্যালো সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।

এতে বক্তব্য দেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইমরামুল হক, পাঠচক্রের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পাঠচক্রের শামীমুজ্জামান জুয়েল, মোশাররফ হোসেন প্রমূখ। এ সময় বক্তারা উপজেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের আহ্বান জানান।

x