ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
লকডাউনে দোকান খোলা রাখায় ভৈরবে মার্কেট কর্তৃপক্ষকে জরিমানা
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে লকডাউন অমান্য করে মার্কেট খোলা রাখার অপরাধে ছবিঘর শপিং কমপ্লেক্স মার্কেটের ৫৫টি দোকানকে ১লাখ ৬৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যােিজস্ট্রেট লুবনা ফারজানার নেতেৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ছবিঘর শপিং কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে এ জরিমানার টাকা ভ্রাম্যমাণ আদালতকে পরিশোধ করেন।

ওই অভিযানে সহযোগিতা করেন ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শ্যামল মিয়া, এসআই মিজানুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়াও ভৈরব বাজারের বিভিন্ন দোকানপাটের মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানায়, করোনা প্রতিরোধে সরকার আজ থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। যারা লকডাউন অমান্য করছে সেই সকল দোকান মালিককে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে এবং সেইসাথে দোকান মালিকগণকে সরকারের নির্দেশনা মেনে চলতে সচেতন করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।

Leave a Reply

Your email address will not be published.

x