ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি, করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৭ জন ।
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও জেলায় করোনা আক্রান্ত হয়ে ,২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় করোনা শনাক্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ। সোমবার (২১ জুন) ঠাকুরগাঁও সদর হাসপাতালের আরএমও ডা. মো. রকিবুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঠাকুরগাঁও জেলায় কোনোভাবেই কমছে না করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের হার। ১৬৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ঠাকুরগাঁও      জেলায় করোনা শনাক্তের হার ৪৫.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও  জেলায় মোট ১৬৯টি নমুনা পরীক্ষা করে হয়েছে। এরমধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলো (এন্টিজেন টেস্ট) থেকে ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৮ জন, রানীশংকৈল উপজেলায় ১১, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১, পীরগঞ্জ উপজেলায় ৬ জন এবং হরিপুর উপজেলায়  ১ জন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতাল রংপুর এবং আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ৩ জন মারা গেছেন।

হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে নিয়মিত। এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক সপ্তাহের কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে চলাচলে স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশরাই। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই জানিয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.

x