ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না সুজন কুমার
পেয়ার আহাম্মদ চৌধুরী

-বাঁচতে চায় ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার ৫নং সদর ওয়ার্ড দক্ষিণ কোলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুকুমার ডাক্তার বাড়ীর মৃত মালু দেব নাথের ২য় ছেলে সুজন কুমার দেব নাথ। চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানি’তে  চাকরি করে চলছিল তার সংসার। দুই মেয়ে, স্ত্রীর ও বৃদ্ধা মায়ের সংসারে  হঠাৎ নেমে আসে অমানিশার ঘোর অন্ধকার।

সুজন দেব নাথের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি রোগ। শারীরিক অক্ষমতার কারণে ২ বছর আগেই চলে যায় চট্টগ্রামের বিএসআরএম কোম্পানির চাকরি’টিও। হঠাৎ থমকে যায় চোখেমুখে স্বপ্ন নিয়ে চলা প্রাণ উচ্ছল একটি পরিবারের ভবিষ্যৎ। পরিবারের ভরণপোষণ ও নিজের চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছেনা সুজন দেব নাথের পক্ষে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেনা সুজন। ধুকে ধুকে মৃত্যুর পথযাত্রী হচ্ছেন। কিন্তু তার ৪ বছরের শিশু কন্যা ও নয় মাসের অবুঝ কন্যা শিশুর কি হবে? কে নেবে এদের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব। কার কাছে বা যাবে জন্মধারিণী সরলতমা মা ও তার বিবাহিতা স্ত্রী।

মৃত মালু দেব নাথের ২য় ছেলে সুজন দেব নাথের প্রাথমিক চিকিতৎসায় বাথরোগ সহ  বিভিন্ন জটিল রোগ ধরা পড়ে।

কংকালসার দেহ, চোখ ঢুকে গেছে কোটরে, অনিশ্চত ভবিষ্যতের দিকে ধেয়ে যাচ্ছে পুরো পরিবারের স্বপ্ন।  চিকিৎসকরা ধারণা করছেন, বাথরোগ সহ মরণব্যাধি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সুজন দেব নাথ। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অর্থাভাবে সুজন’কে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।

অভাবের সংসারে সুজন দেব নাথের ৪ বছর ও ৯ মাসের দুই  কন্যা শিশুসহ রয়েছে মা ও স্ত্রী। সুজনের  অক্ষমতায় তাদের ভরণপোষণও ব্যবস্থা হচ্ছে না। অনাহার ও কষ্টে দিন কাটছে তাদের। এ অবস্থায় সুজনের চিকিৎসার জন্য সহায়তা ও পরিবারটির পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

সামাজিক লজ্জায় কারো কাছে কিছু বলতে পারছেনা তার পরিবার। সুজনকে বাঁচাতে চিকিৎসার জন্য সকলের সহায়তা চান অসহায় পরিবারটি।

যোগাযোগঃ সুজন দেব নাথের স্ত্রী,পরিবার

০১৮৮২৯২২৯৭০(বিকাশ)

2 responses to “টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না সুজন কুমার”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/26745 […]

  2. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/26745 […]

Leave a Reply

Your email address will not be published.

x