ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সালথায় অতর্কিত হামলায় নিহত ইদ্রিস কারিকরের দাফন সম্পন্ন
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে ৪ জুন শুক্রবার জুমার নামাজে মিলাত দাড়িয়ে বা বসে পড়া নিয়ে বাকবিতন্ডায় জের ধরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে ইদ্রিস কারিকরকে প্রতিপক্ষ ইমান আলীর ছেলে আফজাল ও লিপন।

গুরুতর আহত ইদ্রিস কারিকর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার সকালে নবকাম পল্লী কলেজ মাঠে তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।জানাজা নামাজে আসা অনেকেই বলেন ইদ্রিস কারিকর একজন ভালো মানুষ ছিলেন আমরা তার  হত্যাকারীরদের বিচার চাই।

x