ঢাকা, বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
আবু ত্ব-হা নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী
হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার

আবু ত্ব-হা আদনানের ক্লু উদ্ধার করব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের কথা আমরা শুনেছি। সে কোথায় কীভাবে আছে আমরা দেখব।

আজ (১৬ জুন) বুধবার গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ও ব্যাটালিয়ান আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচ-কাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবু ত্ব-হা গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংক্রামক সংক্রান্ত আইনের বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-বিজিবি, আনসার সেভাবেই দায়িত্ব পালন করছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী একটি খোলা গাড়িতে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে  বক্তব্য দেন।

এ সময় তিনি আনসারদের দেশের আইনশৃঙ্খলায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করার জন্য প্রশংসা করেন।

3 responses to “আবু ত্ব-হা নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী”

  1. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/26073 […]

  2. Dan Helmer says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/26073 […]

  3. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/26073 […]

Leave a Reply

Your email address will not be published.