ফেনীতে পাঁচ লক্ষ টাকা ও ৫ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম কামরুন্নাহার মেরিনা (২৭)। সে সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া গ্রামের ছালেহ আহম্মদের মেয়ে ও দুই কন্যা সন্তানের জননী।
এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ দিয়েছেন মেরিনার বড় ভাই আলমাস হোসেন।
জানা যায়, ১৩ বছর আগে ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের পাকিস্তান প্রবাসি নুর মোহাম্মদের সাথে পারিবারিকভাবে মেরিনার বিয়ে হয় । তাদের ঘরে ১১ ও ৯ বছর বয়ষী দুটি কন্যা সন্তান রয়েছে । প্রবাস জীবনের সব টাকা মেরিনার নামে পাঠাতেন নুর মোহাম্মদ । সম্প্রতি ধুমসাহাদ্দা গ্রামের মহিম নামের এক বখাটের সাথে পরকীয়ায় লিপ্ত হয় মেরিনা। বিষয়টি জানাজানি হলে গত ৭জুন ওই বখাটের হাত ধরে ভাইয়ের বাড়ী থেকে পালিয়ে যান মেরিনা ।
এ ঘটনায় পরদিন মহিমকে বিবাদি করে ফেনী থানায় অভিযোগ দেন মেরিনার বড় ভাই আলমাস হোসেন ।
প্রবাসি নুর মোহাম্মদ জানান, প্রবাস জীবনের জমানো পাঁচ লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে বখাটের হাত ধরে পালিয়েছে তার স্ত্রী মেরিনা । তিনি ন্যায় বিচার চেয়েছেন ।