ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
রায়গঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান

সিরাজগন্জে র রায়গন্জের গুড নেইবার্স সিডিপির আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২১ পালিত হয়েছে।গতকাল ১৪ ই জুন সোমবার সকাল ১১ টায়  ঘুড়কা কার্যালয়ে ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার  মি. পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে  শিশু শ্রম প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  খাদিজা নাসরিন, কোঅপারেটিপ সভাপতি মোছাঃ মমতাজ পারভীন, সিডিপির  এ্যাডমিন অফিসার মি. মর্নিং টন ম্রি, প্রোগ্রাম অফিসার মি. অলক মন্ডল, আই জি অফিসার মো: জাকির হোসেন রাজু, হেলথ অফিসার  আকাশ বড়ুয়া সহ আরো অনেকে।

x