ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
রায়গঞ্জের নিজামগাঁতী টু গ্রামপাংগাশী সড়কটি পাকা চান এলাকাবাসী
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান, রায়গন্জ, সিরাজগন্জ

সিরাজগন্জের রায়গন্জ উপজেলার নিজামগাঁতী থেকে গ্রামপাংগাশী চাঁনপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাংগাশী বাজার পর্যস্ত আনুমানিক তিনকিলোমিটার কাচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন অত্র সড়কের পূর্ব-পশ্চিমের প্রায় ৭/৮ গ্রামের জনসাধারণ।

বর্ষা মৌসুম এলেই যেনো তাদের কস্টের সীমা থাকে না।সামান্য বৃস্টি হলেই গ্রামীন এই ইট বিছানো সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।গ্রাপাংগাশী চানঁপাড়া-পূর্বপাড়া গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম মোঃইউসুফ আলী জানান,সাবেক চেয়ারম্যান মরহুম আলমগীর কবির খান চেয়ারম্যান থাকাকালীন এই সড়কটিতে  ইট বিছানো হয়েছিল।

দীর্ঘ দু’যুগেও গুরুত্বপূর্ন এই সড়কটি আজও পাকা করা হয়নি।বর্ষাকালে যায়গায় যায়গায় গর্তের কারনে কাদায় বরে যায়।ফলে যানবাহন তো দূরের কথা,মানুষের চলাচল কস্টকর হয়ে পড়ে।এ অবস্হায় নিজামগাঁতী মোড় থেকে গ্রামপাংগাশী চাঁনপাড়া-পূর্বপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাংগাশী বাজার পর্যন্ত সড়কটি পাকা করার জন্য কর্তৃপক্র্যের সুদৃস্টি কামনা করছেন অত্র  এলাকার জনসাধারণ।

x